প্রকাশিত: ৬:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: চট্টগ্রামে ‘অপারেশন ডেভিল হান্টে’ ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার দিবাগত রাত পর্যন্ত অভিযানচালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন- কর্ণফুলী থানার আসামি আবদুর রহমান, কোতোয়ালী থানার আসামি মাসুদ খান, চাঁন্দগাও থানার আসামি সাইমন, হাসান মুরাদ ওরফে ফাহিম, রাকিব, নুরুল আমিন, সদরঘাট থানার আসামি ৩৫ নম্বর বক্সির হাট ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন, এনায়তুর রহমান নয়ন, হাবিবুর রহমান হাবিব, বাকলিয়া থানার আসামি আরিফ, আব্দুল করিম। ইপিজেড থানার আসামি মনজু প্রকাশ মজনু, ডবলমুরিং মডেল থানার আসামি হাসান, জনি, পাহাড়তলী থানার আসামি মোবারক হোসেন, বায়েজিদ বোস্তামী থানার আসামি ওসমান গনি নিরব, হালিশহর থানার আসামি সবুজ, চকবাজার থানার আসামি আলাল ও পারভেজ।
এডিসি (গণসংযোগ) মাহমুদা বেগম জানান, নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত ২৪ ঘণ্টায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech