সিলেটে আনোয়ারুজ্জামান ও নাদেলের বাসায় ভাঙচুর

প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫

সিলেটে আনোয়ারুজ্জামান ও নাদেলের বাসায় ভাঙচুর

 

ডায়ালসিলেট ডেস্ক :: ছাত্র জনতার ব্যানারে সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

প্রশাসন বলছে, ছাত্র জনতার ব্যানারে পাঠানটুলাস্থ আনোয়ারুজ্জামানের ও হাউজিং এস্টেটের নাদেলের বাসা ভাঙচুর করে। তবে ওই সময় দুটি বাসাতে কেউ ছিলেন না।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় – সন্ধ্যায় মোটরসাইকেলযোগে একদল যুবক মিছিল সহকারে প্রথমে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পাঠানটুলাস্থ বাসার বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে বাসার ভেতরে ঢুকে ভাঙচুর করে।

 

পরে তারা নগরের হাউজিং এস্টেটস্থ শফিউল আলম চৌধুরী নাদেলের বাসার ভেতরে ঢুকে ভাঙচুর করে। প্রায় আধা ঘন্টাব্যাপী ভাঙচুর চালিয়ে চলে যায়। এ ঘটনায় দুটি এলাকায়ই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

নগরের এয়ারপোর্ট থানার ওসি আনিসুর রহমান ও জালালাবাদ থানার ওসি হারুনুর রশীদ জানিয়েছেন- বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে এ ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দুটি ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।

 

 

এর আগে ঐদিন ভোরবেলায় সিলেট নগরীত পাঠানটুলা এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের বেষ্টিত ব্যানার কিছু ছাত্রলীগ কর্মীরা মিছিল বের করে।
এরই জের ধরে সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা এ দুটি বাসায় হামলা চালায় বলে এলাকার স্থানীয়রা জানিয়েছেন। এ হামলায় দুটি বাসার আসবাবপত্র ছাড়াও দরজা-জানালা ভাঙচুর করা হয়।

 

 

উল্লেখ্য, গত ৫ই আগস্টের পর সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী লন্ডনে ও শফিউল আলম চৌধুরী ভারতে পালিয়ে গেছেন। এরপর থেকে তাদের দুটি বাসা খালি রয়েছে। তবে কেয়ারটেকাররা বাসায় অবস্থান করছিলেন। ভাঙচুরের আগে তারা নিরাপদ স্থান ত্যাগ করেন।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ