প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: অদ্ভুত এক নাটকই আজ দেখা গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে। গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে বিস্ময়করভাবে স্টাম্পড হওয়া শাইনপুকুরের মিনহাজুল আবেদীনের সঙ্গে সেখানে হাজির গুলশান ক্রিকেট ক্লাবের উইকেটরক্ষক আলিফ হাসান।
দুজন মিলে নতুন করে মঞ্চস্থ করার চেষ্টা করছেন গতকালের আলোচিত স্টাম্পিংয়ের ঘটনা। বিসিবির দুর্নীতি দমন বিভাগের প্রধান রাইয়ান আজাদের সঙ্গে দাঁড়িয়ে সেটা ভিডিও করছেন অন্য কর্মকর্তারা, ভিডিও করছিলেন সংবাদকর্মীরাও।
প্রিমিয়ার লিগের ম্যাচ যেহেতু সরাসরি সম্প্রচার করা হচ্ছে, ম্যাচের ফুটেজ সংগ্রহ করাটা কঠিন কিছু নয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাসছে সেই ফুটেজ। আর কাল তো রাইয়ান আজাদ নিজেই তাঁর ফেসবুক পেজে সে রকম একটি ভিডিও পোস্ট করে হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘বোকা না চালাক আমার মতো…চা পানের দাওয়াত রইল।’
ফেসবুকে ‘চা পানের দাওয়াত’ দিয়ে এনে মিনহাজুল ও আলিফকে ও রকম অভিনয় করাতে নামিয়ে দেওয়াটা বেশ হাস্যরসেরই সৃষ্টি করেছে ক্রিকেটাঙ্গনে। অনেকে এমন প্রশ্নও তুলেছেন, এটি যদি বিসিবির দুর্নীতি দমন বিভাগের তদন্তের অংশই হয়ে থাকে, তাহলেও কি সেটি এভাবে প্রকাশ্যে করা উচিত? আইসিসির দুর্নীতি দমন ইউনিট কি এমন প্রকাশ্য তদন্ত অনুমোদন করে, সেটাও আবার খোদ একটি টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন বিভাগের প্রধানের নেতৃত্বে? নাকি সংবাদমাধ্যমের মনোযোগ কাড়তেই এই নাটক!
এ নিয়ে জানতে চাইলে রাইয়ান আজাদ আজ প্রথম আলোকে বলেছেন, ‘এটা প্রক্রিয়ার অংশ। এখানে পরীক্ষা–নিরীক্ষার অনেক কিছু থাকে, এগুলোই আরকি…।’ এর আগে বিসিবিও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ওই ম্যাচ নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু সেটি কি এমন লোকদেখানো তদন্ত!
কাল মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুরের ম্যাচের দুটি আউট বেশ প্রশ্নের জন্ম দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় শাইনপুকুরের শেষ ব্যাটসম্যান হিসেবে মিনহাজুল আবেদীন সাব্বিরের স্টাম্পিং। ব্যাটসম্যান মিনহাজুল আবেদীনকে এগিয়ে আসতে দেখে ওয়াইড করেছিলেন গুলশানের নাঈম ইসলাম। কিপারের কাছে বল যাওয়ার আগেই ব্যাটটা ক্রিজের ভেতর নেওয়ার যথেষ্ট সময় ছিল মিনহাজুলের কাছে। তবে সেই সুযোগটা তিনি নেননি।
প্রথমবারে স্টাম্প ভাঙতে পারেননি গুলশানের উইকেটরক্ষক আলিফ হাসান। এই সময়ের মধ্যেই ব্যাটটা তিনি দাগের ভেতরেও নিয়েছিলেন, কিন্তু পুরোটা সময়ই তা শূন্যে ভাসিয়ে রেখেছেন মিনহাজুল।
এর আগে ৩৬তম ওভারে একটি আউটও প্রশ্ন তৈরি করে। নিহাদ উজ জামানের বল ক্রিজ ছেড়ে অনেকটা বেরিয়ে খেলতে গিয়ে টার্নে হার মানেন রহিম আহমেদ। অনেক বাইরের বলে তিনি কাছে যাওয়ার চেষ্টাও করেননি সেভাবে। ডিফেন্সের মতো ভঙ্গি করে বল ব্যাটে লাগাতে ব্যর্থ হওয়ার পরও পেছনে ফেরার চেষ্টা না করে ফিরে যান সাজঘরে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech