নতুন করে সক্রিয় চাঁদাবাজ-দখলবাজরা, টার্গেট সরকারি জমি-ব্যবসা প্রতিষ্ঠান

প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: টঙ্গীতে সরকারি জমিতে স্থাপনা নির্মাণ, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি এবং বিভিন্ন গার্মেন্টের ঝুট ব্যবসায় প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে থাকা চাঁদাবাজ-দখলবাজরা এখন বেশ সক্রিয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর আগের দখলবাজ-চাঁদাবাজদের আত্মগোপনের সুযোগে এখন নতুন করে চলছে দুর্বৃত্তায়ন। চাঁদাবাজি-দখলবাজিতে অভিযোগের তির এখন বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীর দিকে। তাদের সঙ্গে রয়েছে সুবিধাভোগীরা।

 

অনুসন্ধানে জানা যায়, খাসজমি ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পদ, শিল্পপ্রতিষ্ঠানের ঝুট ব্যবসা, ফুটপাত, ড্রেন থেকে শুরু করে সর্বত্র চলছে দখলের প্রতিযোগিতা। দখল নিয়ে সংঘর্ষ-গুলির ঘটনাও ঘটেছে। এক তথ্যে জানা যায়, শুধু অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট থেকে চাঁদা উঠছে মাসে সাড়ে চার কোটি টাকা। আর ঝুট ব্যবসা থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে অন্তত শতকোটি টাকা। আগে আওয়ামী লীগের প্রভাবশালীদের দখলে ছিল এসব অবৈধ বাণিজ্য। এখন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত স্থানীয় প্রভাবশালী ও তাদের সহযোগীরা এসবের নিয়ন্ত্রণ করছেন। সড়ক, মহাসড়ক, ফুটপাতের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে কয়েক হাজার দোকানপাট। এসব দোকান থেকে দৈনিক ৩শ থেকে ৫শ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে। আবার কোনো কোনোটির পজিশন বিক্রি করে দেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকায়।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ