প্রকাশিত: ৬:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটের বহুল আলোচিত প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম ওরফে কয়েসকে গ্রেফতার করেছে পুলিশ। পদ-পদবি না থাকলেও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে গড়েছেন বিপুল সম্পদ। তার বিরুদ্ধে প্রবাসীদের ভূমি দখলের অভিযোগও রয়েছে। সংবাদ সম্মেলন করে প্রবাসীরা এর প্রতিকার চাইলেও কোনো কাজ হয়নি।
শনিবার দিবাগত রাত ১০টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ নগরীর জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
মিসবাউল ইসলাম ওরফে কয়েসকে (৫০) গোলাপগঞ্জের শরীফগঞ্জ বসন্তপুর গ্রামের নিমার আলীর ছেলে। বর্তমানে তিনি সিলেটের এয়ারপোর্ট থানার বড়শালা এলাকায় বসবাস করে আসছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক জানান, কয়েসের বিরুদ্ধে মারামারি, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার আইনে মোট ৭টি মামলা রয়েছে। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় মামলা রয়েছে ৬টি এবং দক্ষিণ সুরমা থানায় ১টি। তাকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
একটি সূত্র জানায়, কয়েস পরিচিত একজন ‘ভূমিখেকো’ হিসেবে। স্থানীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী হেলেনার ‘ব্যবসায়িক পার্টনার’ পরিচয়ে তিনি দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আন্দোলনে হামলার ক্ষেত্রেও তার সক্রিয় ভূমিকা ছিল বলে জানিয়েছে পুলিশ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech