প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর অ্যাডভোকেট তুরিন আফরোজকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বুধবার (২৩ এপ্রিল) এ আদেশ দেন। এদিন সকালে আদালতে তুরিন আফরোজকে তোলার সময় হাস্যোজ্জ্বল দেখা যায়।
তিনি এ সময় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিলেন। এরপরে কাঠগড়ায় ওঠানোর পর দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। ওই সময় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তানভীর হাসান সৈকত তাকে সান্ত্বনা দেন।
শুনানির সময় তুরিন আফরোজের আইনজীবী বিচারকের উদ্দেশে বলেন, তুরিন আফরোজকে নির্যাতন করা হয়েছে। তিনি কিছু কথা বলবেন।
পরে বিচারকের অনুমতি নিয়ে তুরিন আফরোজ বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি ন্যায়বিচার চাই। কোনোকালে আমার রাজনৈতিক পদ-পদবি ছিল না। আমি শুধু পেশাগত দায়িত্ব পালন করেছি। আমি শারীরিকভাবে অসুস্থ। আমি হাঁটতে পারি না।’
রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, ‘(তুরিন আফরোজ) যা বলছেন, সত্য না। মিথ্যা কথা বলে এ ঘটনা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছেন। আদালতে প্যানিক সৃষ্টি করছেন।’
তখন তুরিন আফরোজ নিজের পায়ে নির্যাতনের চিহ্ন বিচারককে দেখান। এরপরে বিচারক শুনানি শেষে তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখান।
এর আগে গত ৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech