প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: ইকুয়েডরের ফুটবলার জ্যাকসন রদ্রিগেজের স্ত্রী ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলেকে অপহরণ করেছে ডাকাতেরা। দেশটির শীর্ষ লিগের ক্লাব এমেলেকের এ ডিফেন্ডারের খোঁজে বাসার দরজা ভেঙে ঢুকেছিল তারা। তদন্তকারীদের জ্যাকসন জানিয়েছেন, সে সময় তিনি বিছানার নিচে লুকিয়ে ছিলেন।
জ্যাকসনের স্ত্রী এবং সন্তান অপহৃত হওয়ার খবরটি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। বন্দরনগরী গুয়াইয়াকিলে স্থানীয় সময় বুধবার রাত তিনটায় এই অপহরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশপ্রধান এদিসন রদ্রিগেজ।
পুলিশপ্রধান জানান, জবানবন্দীতে ২৬ বছর বয়সী রদ্রিগেজ বলেন, বাড়ির সদর দরজা ভেঙে ফেলার শব্দ শুনেই তিনি বিছানার নিচে লুকিয়ে পড়েছিলেন। দ্য সান জানিয়েছে, ডাকাতেরা জ্যাকসনের বাসায় লুটপাটও চালিয়েছে। জ্যাকসন বাসায় আছেন কি না, তাঁর স্ত্রীর কাছে জানতে চেয়েছিল দুষ্কৃতকারীরা। এরপর তাঁর স্ত্রী ও সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয়।
পুলিশের মতে, জ্যাকসন জানালা দিয়ে দেখেছেন, ‘একটি ধূসর রঙের পিকআপ’ ব্যবহার করেছে দুষ্কৃতকারীরা।
ইকুয়েডর সরকার ১০ দিন আগে দেশটির নয়টি স্থানে জরুরি অবস্থা ঘোষণার পর এ ঘটনা ঘটল। এ নয়টি স্থানের মধ্যে গুয়াইয়াস প্রদেশও আছে, যেখানে গুয়াইয়াকিল বন্দরনগরী অবস্থিত। সংঘবদ্ধ অপরাধী চক্রের মোকাবিলায় জরুরি অবস্থা জারি করা এসব স্থানে নিরাপত্তা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষের দাবি, সংঘবদ্ধ অপরাধী চক্রের কারণে সহিংস ঘটনা বাড়ছে।
দক্ষিণ আমেরিকার দেশটির সরকারের দাবি অনুযায়ী, চার বছর ধরেই সেখানে অপরাধপ্রবণতা বাড়ার পাশাপাশি জনজীবনে নিরাপত্তা কমেছে আশঙ্কাজনক হারে। যা চলতি বছরের প্রথম কয়েক মাসে আরও বেড়েছে। জানুয়ারি থেকে মার্চের মধ্যে সহিংস ঘটনায় দেশটিতে ২ হাজার ৩৪৫ জন মারা গেছেন। এর মধ্যে ইকুয়েডরের রাজধানী কিটো থেকে ১৬৮ মাইল দক্ষিণ–পশ্চিমাঞ্চলের শহর গুয়াইয়াকিলেই মারা গেছেন ৭৪২ জন।
ইকুয়েডরে ফুটবলারদের অপরাধীদের লক্ষ্যবস্তু হওয়া নতুন না। গত বছর ডিসেম্বরে ইকুয়েডরের শীর্ষে লিগের ক্লাব লিগা দে কিটোর ডিফেন্ডার পেদ্রো পেরলাজাকে রাজধানী কিটো থেকে ১১৩ মাইল উত্তর–পশ্চিমাঞ্চলের শহর এসমেরালদাসে অপহরণ করা হয়। কিছুদিন পর তাঁকে উদ্ধার করে পুলিশ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech