প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৫
ডায়াল সিলেট ডেস্ক :: কাশ্মীরের পেগেলগামের হামলায় ২৬ জনের হতাহতের ঘটনায় স্তম্ভিত বলিউড। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বলিউড তারকা হামলার নিন্দা ও নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ন্যাক্কারজনক ঘটনা স্পর্শ করেছে পাকিস্তানি তারকাদের মনও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফাওয়াদ খান, হানিয়া আমির, মাওরা হোসেন, উজমা খান, ফারহান সাইদসহ অনেক তারকা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
আগামী ৯ মে ফাওয়াদ খান-বাণী কাপুর অভিনীত সিনেমা ‘আবির গুলাল’ ভারতে মুক্তির কথা ছিল। তবে পাকিস্তানি অভিনেতা হওয়ায় তার এই সিনেমাটি মুক্তি নিয়ে ভারতের সিনেমা জগতে তীব্র বিতর্ক চলছে।
যদিও ফওয়াদ খান হামলার প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘পেহেলগামে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনার খবর পেয়ে আমি ভারাক্রান্ত। প্রার্থনা করছি নিহতদের পরিবারের জন্যে। আমরা নিহতদের পরিবারের পাশে আছি। তারা যেন এই কঠিন পরিস্থিতিতে শক্তি খুঁজে পান।’
পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বলেছেন, ‘যে কোনও স্থানের দুর্ঘটনাই আমাদের কাছে সমানভাবেই দুঃখজনক। এ] ঘটনায় যে নিরীহ মানুষেরা প্রাণ হারালেন তাদের জন্য আমি ভারাক্রান্ত।’
ভারতীয়দের মতোই তিনিও এই ঘটনায় ব্যথিত বলে জানান হানিয়া। তিনি বলেন, ‘যন্ত্রণা, শোক ও আশা এই তিন মিলিয়ে আমরা সবাই এখন একসঙ্গে। নিরীহ প্রাণের এমন পরিণতি হলে, সেই যন্ত্রণা শুধু তাদের একার থাকে না। সেই যন্ত্রণা আমাদের সবার হয়ে যায়। আমরা যে এলাকারই মানুষ হই, শোকের একটাই ভাষা হয়। আমরা যেন সবার আগে মানবতাকেই বেছে নিতে পারি।’
বলিউডের জনপ্রিয় ছবি ‘সানম তেরি কসম’ ছবিতে অভিনয় করেছিলেন মাওরা হোসেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, ‘নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যথী। কোনো একজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ মানে আমাদের সকলের বিরুদ্ধে সন্ত্রাসবাদ। এই বিশ্বে এ কী হচ্ছে?’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech