সাবেক আইনমন্ত্রীর বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে মাদ্রাসাছাত্র সোলাইমান (১৯) হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

সোমবার দুপুরে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আনিসুল হককে আদালতে হাজির করেন। এ সময় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।

 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক কাইউম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্র সোলাইমানকে হত্যা করা হয়। এ ঘটনায় সোলাইমানের ভগিনীপতি শামীম কবির বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছিলেন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৫১ জনের নাম উল্লেখ করা হয়।

 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পণ্ড করার জন্য আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি করেন। ওই সময়ে আনিসুল হকের নির্দেশ পেয়ে আসামিরা সড়কে অবস্থানরত ছাত্র-জনতার ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভীতির সৃষ্টি ও হাতে থাকা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করে এবং মারধর করেন। তখন মাদ্রাসাছাত্র সোলাইমান গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।

 

 

0Shares