রেমোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৯

রেমোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিনোদন ডেস্ক:সিনেমা মুক্তির পরই লগ্নিকৃত টাকার দ্বিগুণ ফেরত পাবেন বলে এক ব্যবসায়ীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বলিউডের কোরিওগ্রাফার ও নির্মাতা রেমো ডিসুজা। কিন্তুসিনেমায় খরচ করে বড় অংকের টাকা হারিয়েছেন সেই ব্যবসায়ী। লাভ তো দূরের কথা আসল টাকাও ফেরত পাননি তিনি। আর এমন অভিযোগেই রেমোর বিরুদ্ধে মামলা করেন সেই ব্যবসায়ী। এরইমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে গাজিয়াবাদের আদালত। শিগগিরই প্রতারণার দায়ে গ্রেফতার হতে চলেছেন রেমো। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাজনগর এলাকার ব্যবসায়ী সত্যেন্দ্র ত্যাগী অভিযোগ করেন, ২০১৬ সালে ‘অমর মাস্ট ডাই’ সিনেমার জন্য রেমোকে ৫ কোটি টাকা দিয়েছিলেন তিনি। সিনেমা মুক্তি পেলেই দ্বিগুণ অর্থাৎ ১০ কোটি টাকা ফেরত দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রেমো।
কিন্তু শেষে ৫ কোটি টাকাও ফেরত আসেনি। পুলিশ জানিয়েছে, আদালতের শুনানিতে উপস্থিত থাকতেন না রেমো। অবশেষে গতকাল বুধবার গাজিয়াবাদ আদালতের বিচারক মহেন্দ্র রাওয়াত রেমোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বুধবার শুনানিতে আদালতে হাজির থাকার কথা থাকলেও রেমো আসেননি।

0Shares