প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
ডায়ালসিলেট ডেস্কঃঃ
জয়পুরহাট শহরে ডান্স গ্রুপের আড়ালে তরুণীদের ফাঁদে ফেলে অশ্লীল কাজ করানোর অভিযোগে প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে শহরের প্রফেসর পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ৩ তরুণীকেও উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন-জয়পুরহাট পৌর শহরের তাঁতি পাড়া মহল্লার মেহেদি হাসানের স্ত্রী মিনু আক্তার, গুলশান মোড় মহল্লার আব্দুল মজিদের ছেলে সুমন আহম্মেদ এবং তার স্ত্রী মৌসুমি আক্তার।
র্যাব ৫ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, দীর্ঘদিন থেকে তরুণীদের নিয়ে একটি ডান্স গ্রুপের অন্তরালে দেহব্যবসার কাজ চালিয়ে আসছিল সুমনসহ প্রতারক চক্রের সদস্যরা। অভিযোগ রয়েছে-ডান্স শেখানোর নামে তাদের ভয়ভীতি দেখিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে এ কাজে বাধ্য করছিল তারা।
এমন তথ্যর ভিত্তিতে শহরের প্রফেসর পাড়ায় অভিযান চালিয়ে ৩ তরুণীকে উদ্ধার ও ভিডিও ধারণের ৬টি মোবাইল ফোনসহ অভিযুক্তদের আটক করা হয় বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech