রংপুরের বদরগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন দিয়েছে আদালত।

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০

রংপুরের বদরগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন দিয়েছে আদালত।

ডায়ালসিলেট ডেস্ক::  রোববার রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর মুখ্য বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন।রায়ে একই সাথে ভুক্তভোগীকে এক লাখ টাকা প্রদানের আদেশও দিয়েছেন বিচার বিচারক বলে জানান সরকারি কৌঁসুলি জাহাঙ্গীর হোসেন তুহিন।

দণ্ডিত রেজয়ান আলী (৩০) বদরগঞ্জের কালুপাড় ভ্যাকরা পাড়া গ্রামের মনজুল মিয়ার ছেলে।মামলার বিবরণে বলা হয়, ২০০৪ সালের ২ মার্চ রাত ৮টায় ওই গৃহবধূ বাড়ির পাশের জঙ্গলে পায়খানা করার জন্য গেল রেজয়ান আলী জাপটে ধরে মুখে গামছা বেঁধে ধর্ষণ করেন।মুখের গামছা খুলে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ওই নারীকে।

এ ঘটনায় ২২ বছর বয়সী ওই নারী বাদী হয়ে ২০০৪ সকালে ৩ মার্চ রেজয়ানকে আসামি করে বদরগঞ্জ থানায় মামলা ধর্ষণ করেন।রায় ঘোষণার সময় পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন উপস্থিত থাকলেও আসামিপক্ষের আইনজীবী বিধু রঞ্জন রায় উপস্থিত ছিলেন না।

0Shares