হুলস্থুল শশী

প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯

হুলস্থুল শশী

বিনোদন ডেস্ক:প্রথমবারের মতো অভিনেতা-নির্মাতা জাহিদ হাসানের পরিচালনায় অভিনয় করছেন শারমিন জোহা শশী। ‘হুলস্থুল’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে এ অভিনেত্রীকে। সম্প্রতি শশী এ নাটকের শুটিং শুরু করেছেন বলে জানান। শশী বলেন, জাহিদ ভাই এ দেশের নাট্যাঙ্গনের একজন গুণী অভিনেতা। শুটিংয়ের সময় শিখিয়ে দেন চরিত্রটি কীভাবে ফুটিয়ে তুলতে হবে। এটি সত্যিই অনেক বড় বিষয়। তিনি তার মতো অভিনয় করে যেতে পারতেন; কিন্তু সহশিল্পী হিসেবেও যে একটা দায়বদ্ধতা থাকে সেটা জাহিদ ভাই কখনই এড়িয়ে যান না। এ কারণেই তিনি এত বড় মাপের একজন অভিনেতা।
নাটকটি শিগগিরই আরটিভিতে প্রচার হবে বলে নির্মাতা জানান। এদিকে শশীর হাতে এস এম শাহীনের ‘সোনাভান’, জুয়েল শরীফের ‘ভূবন ডাঙ্গা’, সালাহউদ্দিনের ‘মায়া মসনদ’ এবং শাহীন সরকারের ‘জ্ঞানী গঞ্জের পণ্ডিতেরা’ শিরোনামের ধারাবাহিকগুলো। অভিনয়ের বাইরে মাঝে ভিন্ন কিছু করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন ‘হাজার বছর ধরে’খ্যাত এ অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে তিনি একটি কমেডি প্রতিযোগিতার বিচারক হয়েছেন। এর আগে তিনি ‘নাট্যযুদ্ধ’ প্রতিযোগীতায় বিচারকের ভূমিকায় ছিলেন। শশীর ভাষ্য, কমেডি শো ‘হা-শো’র রংপুর বিভাগের অডিশনের বিচারক ছিালাম। অনেক মজার একটি প্রতিযোগীতা এটি। মাঝে মাঝে ব্যতিক্রমী কিছু করতে ভালো লাগে। এর আগেও একটি অনুষ্ঠানের বিচারক হয়েছি। তবে দু’টি প্রতিযোগিতা দু’ধরনের।

0Shares