বগুড়ায় দেশীয় অস্ত্রসহ ৭ শিবিরকর্মী আটক

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ ৭ শিবিরকর্মী আটক

ডায়ালসিলেট ডেস্কঃঃ
বগুড়া সদরের মালতিনগর মহল্লার একটি বাড়ি থেকে শিবিরের ৭ নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় একটি ছাত্রাবাসে অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছিলেন শিবিরের এই নেতাকর্মীরা।

বুধবার (১১ নভেম্বর) বগুড়া সদর থানায় সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানানো হয়। আটকের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, দেশীয় অস্ত্র, ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশের কাছে সংবাদ আসে মালতিনগর শ্মশানঘাট এলাকায় তোতা মিয়ার বাড়িতে ছাত্রাবাসে ছাত্র শিবিরের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের বৈঠক করছে। এ সংবাদের ভিত্তিতে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ৭ জনকে পুলিশ আটক করে। পরে ছাত্রাবাস তল্লাশি করে বিপুল সংখ্যক জিহাদি বই, ল্যাপটপ, কম্পিউটার, লাঠি ও লাঠির মাথায় কেরোসিন তেল মিশানো কিছু লাঠি, ২টি চাপাতি ও ২টি হাসুয়া উদ্ধার করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান তারা নাশকতার উদ্দেশ্যে সংগঠিত হচ্ছিল। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন: শাহীন আলম, আসাদুল আল গালীব, মেজেদী হাসান, জিয়া আলম, গোলাম মোতুর্জা, আব্দুল কুদ্দুস, ইউসুফ আলী। তারা সবাই বগুড়া জেলার শিবিরের দায়িত্বপ্রাপ্ত নেতা এবং সদস্য।

0Shares