প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯
স্পোর্টস ডেস্ক :আগের ম্যাচে রিয়াল মায়োর্কার কাছে হেরে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে লা লিগায় নিজেদের পরের ম্যাচেই জয়ে ফিরেছে জিনেদিন জিদানের দল। সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। এ জয়ের পরেও অবশ্য শীর্ষস্থান দখল করতে পারেনি তারা। ১০ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রতে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল। সমান ম্যাচে ৭ জয় ও ১ ড্রতে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
বুধবার রাতে ঘরের মাঠে রিয়ালের পক্ষে ম্যাচের সপ্তম মিনিটেই গোল উৎসবের শুরু করেন ব্রাজিলিয়ান টিনএজ তারকা রদ্রিগো। পরের মিনিটেই ব্যবধান ২-০ করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। ২৪তম মিনিটে এডেন হ্যাজার্ডকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
স্পট কিক থেকে প্রথমার্ধে ব্যবধান ৩-০ করেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। ম্যাচের ৬৯তম মিনিটে লুকা মদ্রিচকে ফাউল করলে আবারও পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। এবার ব্যবধান ৪-০ করেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। ম্যাচের যোগ করা সময়ে রিয়ালের হয়ে নিজের প্রথম গোল করেন লুকা জোভিচ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech