সমালোচনার মুখে পড়েছিলেন বাংলাদেশের তরুণ শিল্পী নোবেল

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০

সমালোচনার মুখে পড়েছিলেন বাংলাদেশের তরুণ শিল্পী নোবেল

ডায়ালসিলেট ডেস্কঃঃ মাস কয়েক আগে কিংবদন্তি সংগীত শিল্পীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ভারতের রিয়্যালিটি শো সারেগামাপা থেকে উঠে আসা বাংলাদেশের তরুণ শিল্পী নোবেল।  সে সময় শিল্পী সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই নোবেলের তীব্র সমালোচনা করেন। যদিও সাম্প্রতিক সময়ে সেই কাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। এখন থেকে এ ধরনের নেতিবাচকতা আর ছড়াবেন না বলেও জানিয়েছেন নোবেল। আর ঠিক এমন পরিস্থিতিতেই দুইদিন আগে প্রকাশ হয় এ শিল্পীর মৌলিক গান ‘অভিনয়’। সাউন্ডটেক থেকে প্রকাশ পাওয়া এ গানের কথা লিখেছেন আহমেদ রিজভী। আর সুর ও সংগীত করেছেন আহমেদ হুমায়ূন। ভিডিও পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। গানটি প্রকাশের দু’দিনের মাথায় প্রায় ৮ লাখ মানুষ তা উপভোগ করেছেন।শুধু তাই নয়, এ গানটি থেকে বিতর্কিত নোবেল ও তার এই গান নিয়ে বেশ ইতিবাচক মন্তব্যও করছেন শ্রোতারা। সব মিলিয়ে গানটির মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন এ গায়ক। তবে সব বিতর্ক পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত নোবেল। তিনি বলেন, আমি যা করেছি ভুল করেছি। তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। শ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে এমনটা বলা উচিত হয়নি আমার। এই ভুলের যেন আর পুনরাবৃত্তি না হয় সেদিকে লক্ষ্য রাখবো। সত্যি বলতে কী অভিনয় দিয়ে নতুন এক নোবেলের জন্ম হলো বলা চলে। এ গানটি থেকেও দু’দিনে দুর্দান্ত সাড়া পাচ্ছি।

0Shares