প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
ডায়ালসিলেট ডেস্কঃঃ বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হন। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যাওয়া পুলিশের একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। গতকাল রোববার সন্ধ্যার পর উলানিয়া বাজারের কাছে আওয়ামী লীগ প্রার্থী কাজী আবদুল হালিমের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, দক্ষিণ উলানিয়া ইউপি নির্বাচনে রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কাজী আবদুল হালিম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী প্রয়াত চেয়ারম্যান আলতাফ হোসেন সরদারের স্ত্রী রুমা সরদার, বিএনপি প্রার্থী মোশাররফ হোসেন ও ইসলামী আন্দোলনের প্রার্থী মো. মনির হোসেন মনোনয়নপত্র জমা দেন।
বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, উলানিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এ সময় কে বা কারা পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech