দক্ষিণ সুরমা থেকে পাইপগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৯

দক্ষিণ সুরমা থেকে পাইপগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

ডায়ালসিলেট ডেস্ক:এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে ১৭ মামলার আসামি রাজনকে পাইপগান ও কার্তুজসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

শুক্রবার (১ নভেম্বর) রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে শনিবার (২ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এসএমপির থানাধীন বারখাল ২৫ নং ওয়ার্ড, চান্দাই রোড রুপালী আবাসিক এলাকার, ব্লক-ডি, বাসা নং-১৬ এর সামনের পাকা রাস্তার উপর থেকে ১৭টি মামলার আসামি রাজনকে ১টি পাইপগান ও ১টি কার্তুজসহ গ্রেপ্তার করে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামিদের নাম ও ঠিকানা- মো. রাজন মিয়া (২৪), পিতা-বাবুল মিয়া, সাং- নোয়াপাড়া (প্রাইমারী স্কুলগলি, বাসা নং-সি-৪), পো- আখালিয়া, থানা- জালালাবাদ, এসএমপি,সিলেট।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদেরকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

0Shares