কক্সবাজারে ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০

কক্সবাজারে ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক

ডায়ালসিলেট ডেস্কঃঃ কক্সবাজারের টেকনাফে ইয়াবার বড় চালান পাচারকালে ট্রলারসহ মিয়ানমারের সাত রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের ট্রলারে তল্লাশি চালিয়ে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে টেকনাফের সাবরাংয়ের কাটাবনিয়া সংলগ্ন এলাকায় বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ তাদের আটক করা হয়।

টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবার বড় চালান কক্সবাজারের দিকে পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল রাতে কাটাবনিয়া সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ড সদস্যরা কৌশলে তাদের ধাওয়া করে ট্রলারটি ধরে ফেলে। একপর্যায়ে ট্রলারসহ সাত পাচারকারীকে আটক করে। তাদের স্বীকারোক্তিতে ট্রলারে তল্লাশি চালিয়ে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

লে. কমান্ডার আমিরুল ইসলাম আরো বলেন, উদ্ধার হওয়া ইয়াবা আনুমানিক মূল্য ১৪ কোটি টাকা। এবং ইয়াবাও ট্রলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

0Shares