সিলেটে করোনায় মৃত ১, সনাক্ত ২৭

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

সিলেটে করোনায় মৃত ১, সনাক্ত ২৭

নিজস্ব প্রতিবেদক ::  সিলেটবিভাগে গত ২৪ঘন্টায় করোনায়  আক্রান্তে সনাক্ত হয়েছেন ২৭ জন ও মৃত্যুবরণ করেছেন ১জন এবং  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। আজ শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২২জন এবং সিলেটে মারা গেছেন ১জন।

এ নিয়ে সিলেটবিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৪হাজার ৭৮২জন। এর মধ্যে সিলেট জেলায় ৮হাজার ৫৬৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৭৫, হবিগঞ্জে ১ হাজার ৯০৭ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৮৩৬জন।

করোনায় মোট মৃতের সংখ্যা ২৪৫জন। এর মধ্যে সিলেটে ১৮২জন, সুনামগঞ্জে ২৫জন, হবিগঞ্জে ১৬জন এবং মৌলভীবাজারে ২২জন মৃত্যুবরণ করেন।

সিলেটে বর্তমানে ভর্তি রোগী আছেন৪৯ জন। এর মধ্যে সিলেটে ৪৭, সুনামগঞ্জে ০ জন , হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ০ জন।

এ পর্যন্ত করোনায়  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৫৬৯ জন। এর মধ্যে সিলেটে ৭ হাজার ৮৭৪ সুনামগঞ্জ ২হাজার ৪১৬জন, হবিগঞ্জ ১হাজার৫৬৪ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৭১৫ জন।

 

 

0Shares