প্রবীন বিএনপি নেতা হাজী ইলিয়াস মিয়া আর নেই

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২০

প্রবীন বিএনপি নেতা হাজী ইলিয়াস মিয়া আর নেই

ডায়ালসিলেট ডেস্কঃঃ সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, ৮নং কান্দিগাও ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী হাজী ইলিয়াস মিয়া আর নেই। সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তানাদি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা আড়াইটায় কান্দিগাও ইউনিয়নের সাদিপুর নিজ বাড়ি সংলগ্ন মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

এদিকে, তার মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এজেএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে পৃথক শোক প্রকাশ করা হয়েছে।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, হাজী ইলিয়াস মিয়া সদর উপজেলায় তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে নিরলস ভূমিকা পালন করেছেন।

0Shares