যানবাহন মালিক-চালকদের পকেট কাটছে পেট্রোল পাম্প

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০

ডায়ালসিলেট ডেস্কঃঃ জ্বালানি দেওয়ার সময় পরিমাণে কম দিচ্ছে পেট্রোল পাম্পগুলো। গাড়ির মালিক-চালকরা টেরই পাচ্ছেন না। এভাবে অন্যায়ভাবে প্রতিদিন বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বেশকিছু পেট্রোলপাম্পের মালিক। বিষয়টি আঁচ করতে পেরে সোমবার (২১ ডিসেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৯-এর যৌথ দল নগরের সোবহানীঘাট, দক্ষিণ সুরমা, পাঠানটুলা ও আখালিয়া এলাকায় অভিযান চালায়।

এ সময় পরিমাণে কম দেওয়া ও প্রতিশ্রুত পণ্য না দেওয়ার অপরাধে সিলেটের চার পেট্রোল পাম্প মালিকের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জানা যায়, অভিযানে সোবহানীঘাটের বেঙ্গল গ্যাসোলিন পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা, দক্ষিণ সুরমার তেলিবাজারের মজনু মিয়া ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা, কুমারগাঁও বাসস্ট্যান্ডের মেসার্স সুরমা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা এবং পাঠানটুলা এলাকার নর্থইস্ট ওয়েল কোম্পানিকে ১ লাখ জরিমানা করা হয়। প্রতি ১০ লিটারে ৩০ মিলিলিটার পরিমাণ কম হলে তা সহনীয় মাত্রা ধরা হয়। কিন্তু অভিযানের সময় মজনু ফিলিং স্টেশনে ১০০ মিলিলিটার কম পাওয়া যায়। নর্থইস্ট ওয়েল কোম্পানিতে ৭২ মিলিলিটার কম, বেঙ্গল গ্যাসোলিনে ৫২ মিলিলিটার ও সুরমা ফিলিং স্টেশনে ৫০ মিলিলিটার কম পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম, বিএসটিআইয়ের পরিদর্শক মাসুদ রানা উপস্থিত ছিলেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ