প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯
ডায়ালসিলেট ডেস্ক:গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীর সোবহানীঘাট কাঁচাবাজার সংলগ্ন হাজী ময়না মিয়া মার্কেটের সামন থেকে জশনে জুলুছে বিশাল মিছিল বের হয়।
মিনি ট্রাক যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) আনন্দ মিছিলটি নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণের সময় হযরত শাহপরান (রঃ) মাজার জিয়ারত করেন।
জশনে জুলুছে আনন্দ মিছিলে দেশের প্রখ্যাত শায়েরগণ হামদ এবং নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন।
মিছিল চলাকালীন সময় গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ এর সভাপতি মো. ছাদেকুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ ইলিয়াছ এর পরিচালনায় হযরত শাহজালাল রঃ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগণ বলেন, মহানবী (সাঃ)’র জন্মদিনে তাঁর আগমনে সমগ্র কুল কায়েনাত আনন্দে আত্মহারা হয়ে নবী করিম (সাঃ)-কে সালাম জানিয়েছেন।
মহানবী (সাঃ) হিজরত করে মদীনা উপকণ্ঠে পৌঁছলে মদীনাবাসীগণ সানিয়াতিলবেদা নামক স্থানে জুলুছ মিছিল সহকারে সালাতুসসালাম এবং সংবর্ধনা জ্ঞাপন করেন। আমরা তাঁরই অনুকরণে মাহে রবিউল আউয়াল মাসে জশনে জুলুছে ইদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করি। বক্তারা বলেন, পবিত্র জশনে জুলুছ আনন্দ মিছিল বর্তমান সময়ের প্রেক্ষাপটে আনন্দ প্রকাশের একটি উত্তম পন্থা।
সভায় বক্তব্য রাখেন- হাফেজ শায়ের মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা মতিউর রহমান, মো. লিলু মিয়া, মো. আব্দুল মতিন, মো. তছলিম উদ্দিন চৌধুরী, মো. হেলাল উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, মো. আবুল হাসেম, মো. তুরু মিয়া, মো. নিজাম উদ্দিন, ইসলাম উদ্দিন, সুজাত আহমদ শাহ মো. গিয়াস উদ্দিন, মুকিত রহমান মঈন, মনসুর আহমদ, জাবেদ আহমদ, আয়ুব আলী, ওসমান আলী প্রমুখ।
পরে দরগাহে হযরত শাহজালাল (র:)’র মাজার প্রাঙ্গণে মিলাদ শরীফ ও মোনাজাতের মাধ্যমে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) আনন্দ মিছিল সমাপ্ত হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech