বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম রছুলের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম রছুলের দাফন সম্পন্ন

ডায়ালসিলেট ডেস্ক ::

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম রছুলের দাফন সম্পন্ন হয়েছে। তিনি বিবিয়ানা (৩) ও ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (সংরক্ষণ) ছিলেন। গত রোববার (১০ জানুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। তিনি খুলনা মিয়াপাড়ার বাসিন্দা মরহুম গোলাম মোস্তফার পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

রোববার রাতেই কর্মস্থল হবিগঞ্জ থেকে মরদেহ তার বাড়ি খুলনাতে নিয়ে যাওয়া হয়। সোমবার (১১ জানুয়ারি) বাদ আছর খুলনা নগরে তার বাড়ীর স্থানীয় মসজিদে জানাযার নামাজ শেষে টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

0Shares