কমলগঞ্জে এসএসসি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯

কমলগঞ্জে এসএসসি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ডায়ালসিলেট ডেস্ক:মৌলভীবাজারের কমলগঞ্জে নিপা পাল (১৬) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ । সে মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের নতুন লাইন এলাকায় সাধন পালের মেয়ে এবং ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল আড়াইটার দিকে বসতঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নিপা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিপার মরদেহ থানায় নিয়ে যায়।

নিহতের পিতা সাধন পাল বলেন, গতকাল বৃহস্পতিবার নিপা এবারের এসএসসি পরীক্ষার জন্য ফরমপূরণ করেছে। বাড়ির কারো সাথে তার কোন মনোমালিন্য হয়নি। কি কারণে মেয়েটি আত্মহত্যা করলো তাই বুঝতে পারতেছি না।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, ময়না তদন্তের জন্য আগামীকাল সকালে মরদেহ মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট এসে বুঝা যাবে এটা আত্মহত্যা নাকি হত্যা করা হয়েছে। তবে এখন অপমৃত্যু মামলা দায়ের হচ্ছে।

0Shares