১৮ হাজার টাকাসহ সিলেটে তিন চোর আটক

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯

১৮ হাজার টাকাসহ সিলেটে তিন চোর আটক

ডায়ালসিলেট ডেস্ক:সিলেট নগরী থেকে চোরাইকৃত ১৮ হাজার টাকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বন্দরবাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, কুমিল্লার মনোহরগঞ্জের ছোটগাছি এলাকার আয়াত আলীর ছেলে আলাউদ্দিন (৩২), সিলেটের গোলাপগঞ্জের পাঁচমাইল তিরিগাঁও এলাকার উজ্জল মিয়ার ছেলে পাবেল মিয়া (১৪), ময়মনসিংহের নকলার ফুলপুর এলাকার চুনু মিয়ার ছেলে লিটন মিয়া (২২)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা বলেন, চুরির ঘটনার আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

0Shares