নবীগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯

নবীগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ডায়ালসিলেট ডেস্ক:হবিগঞ্জের নবীগঞ্জে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে সাজিদুর রহমান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সাজিদুর রহমানের ছেলে সঞ্জিব জানান, নবীগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার খাগাউড়া একটি হাওড়ে ধান কাটতে সকালে বাড়ি থেকে বেড় হন তার বাবা। কোয়াশাচন্ন সকালে ধান কাটতে গিয়ে একটি বিষধর সাপের কামড়ে আহত হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

কিন্তু শুক্রবার বিকেলে সিলেট যাওয়ার পথিমধ্যে অবস্থার অবনতি হলে ফের তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

0Shares