সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১

সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

ডায়ালসিলেট ডেস্ক ::

সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সিলেটের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিদ্যালয়ের শিক্ষক কোহেলী রানী রায়ের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ১৯৮৬-৮৭ ও ১৯৯১ ব্যাচের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সরকারি এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও শিবের বাজার বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহিম, সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক, সাবেক জেলা শিক্ষা অফিসার ও মাউশি সিলেটের আঞ্চলিক বিদ্যালয় পরিদর্শক (অব.) মো. নিজাম উদ্দিন, সিলেট জেলা শিক্ষা অফিসার (অবসরপ্রাপ্ত) গোলজার আহমদ খান, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার (অব.) ও সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা বিষয়ক পরামর্শক অনিল কৃষ্ণ মজুমদার, লাক্কাতুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. জহুর আহমদ, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমদ খান।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. নুরুল ইসলাম, সহকারি জেলা শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, সহকারি বিদ্যালয় পরিদর্শক হেপী বেগম, প্রাক্তন জেলা শিক্ষা কর্মকর্তা অনীল কৃষ্ণ মজুমদার, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক সাহানা জাফরিন রোজী, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ সিলেটের সহকারি প্রধান শিক্ষক মমতাজ বেগম, দক্ষিণ সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুসরাত হক প্রমুখ।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মীরা বলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ বিদ্যালয়ের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি বিদ্যালয়ের সুষ্টু পরিবেশ বজায় রাখতে নানা ধরনের পরিকল্পনা প্রণয়ন করেছেন। মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষার্থীদের জন্য তিনি বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন। যা শিক্ষার্থীদের পরবর্তী জীবনে অনেক কাজে আসবে।

বক্তারা আরো বলেন, যে কোন প্রতিষ্ঠান সুষ্ঠ ভাবে পরিচালনা করতে হলে শুধুমাত্র দক্ষ প্রশাসক বা কর্ণধার হলেই চলবে না-হতে হবে দায়িত্বশীল অভিভাবক, যা প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ সুন্দর ভাবে পালন করেছেন। বিদায় কথাটি বেদনায়ক হলেও তিনি শিক্ষার্থীদের মাঝে জ্বালিয়ে দিয়ে গেছেন অগণিত অন্তরে জ্ঞানের স্নিগ্ধ আলো। তিনি মানুষ গড়ার কারিগর হিসেবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে তিনি ছিলেন নিরলস কর্মী। নিজ দায়িত্বের প্রতি তিনি ছিলেন কর্তব্যনিষ্ঠ।

পরিশেষে বক্তারা বাবলী পুরকায়স্থের অবসর জীবন হোক অনাবিল সুখ-শান্তিতে সমৃদ্ধ-পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা। এসময় বিদায় অতিথিকে শিক্ষক-শিক্ষার্থীরা ক্রেস্ট, ফুল ও নানা উপহার সামগ্রী বিতরণ বিদায় সংবর্ধনা জানান। বিজ্ঞপ্তি

0Shares