ফেঞ্চুগঞ্জের কুখ্যাত আবেদ ডাকাত অস্ত্রসহ গ্রেফতার

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯

ফেঞ্চুগঞ্জের কুখ্যাত আবেদ ডাকাত অস্ত্রসহ গ্রেফতার

ডায়ালসিলেট ডেস্ক:: অবশেষে গ্রেফতার হয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জের কুখ্যাত ডাকাত আবেদ আলী (২৩)। সে উপজেলার নওয়াগাওয়ের তাহির আলীর পুত্র।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আবেদ ডাকাতকে ফেঞ্চুগঞ্জ ঘিলাছড়া এলাকার মুমিনছড়া চা বাগানের গেইট এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশিয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকালে আবেদ ডাকাত পালাবার চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় এবং দুইজন পুলিশ সামান্য আঘাতপ্রাপ্ত হোন বলে জানান তিনি।

তিনি আরো জানান, ধৃত ডাকাত আবেদ দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল এবং মোগলাবাজার, বালাগঞ্জ থানায় তার বিরুদ্ধে ৬টি ডাকাতি মামলাও রয়েছে।

শীতকালে ডাকাতি বেড়ে যায় এসময় আবেদ ডাকাত গ্রেফতার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ