নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটসের জাতীয় সম্মেলন

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটসের জাতীয় সম্মেলন

ডায়ালসিলেট ডেস্ক:: তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) এর ৫ম জাতীয় সম্মেলন আগামী ১-১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একইসাথে সাউথ এশিয়ান গ্রাসরুটস্ ডেভেলপমেন্ট ফোরামের ৩য় কাউন্সিলও অনুষ্ঠিত হবে।

সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এ সম্মেলনে দুই মন্ত্রীসহ বিভিন্ন দেশের নেতারা উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার বেলা ২টায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন গ্রাসরুটস নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহনাজ বেগম।

তিনি বলেন, ১৯৯৮ সালের ২৮ সেপ্টেম্বর সিলেট শহরে জন্ম লাভ করে গ্রাসরুটস। বর্তমানে দেশের ৫২টি জেলায় এর সাংগঠনিক কার্যক্রম চলছে এবং সদস্য সংখ্যা ১৪ হাজার। দক্ষিণ এশিয়ায় তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা সৃষ্টিকারী এ সংগঠনের ৫ম জাতীয় সম্মেলন ১ থেকে ১০ ডিসেম্বর সময়ে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দক্ষিণ এশিয় নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও বিক্রয় কার্যক্রম আগামী ১ ডিসেম্বর বিকাল ৪টায় উদ্বোধন করবেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। এর মধ্য দিয়ে সম্মেলনের প্রাথমিক কার্যক্রম শুরু হবে।

শাহনাজ বেগম জানান, আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। অধিবেশন শুরুর পূর্বে ওইদিন বিকাল ৩টায় উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সংরক্ষিত আসনের সাংসদ শামীমা আক্তার খানম, ভারতের পশ্চিমবঙ্গের বিধান সভার বাম পরিষদীয় দলনেতা সুজন চত্রবর্তী, বিধায়ক প্রদীপ সাহা, নেপালের দলিত নেতা কৃষ্ণ গজরাজ, ভুটানের স্থানীয় সরকার প্রতিনিধি পি. চোদ্দন, পাকিস্তান শান্তি কমিটির নেতা মো. নেওয়াজ আরিন প্রমুখ। একইদিন (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ত্রিদেশীয় সাংস্কৃতিক সন্ধ্যা উদ্বোধন করবেন ভারতীয় হাইকমিশনের সহকারী হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৯ ডিসেম্বর দিনব্যাপী বিভিন্ন সেক্টরভিত্তিক সেমিনার ও কাউন্সিল এবং ১০ ডিসেম্বর সমাপনী দিনে সকাল ১০টায় দক্ষিণ এশিয়ার শান্তির জন্য র‌্যালি অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে বিকাল ৩টায় প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সমাপনী অনুষ্ঠানে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি এবং সাউথ এশিয়ান গ্রাসরুটস্ ডেভলাপমেন্ট ফোরামের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ এবং দেশের ৬৪ জেলার ৬৪ নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে গ্রাসরুটস্ সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি এডভোকেট মো. বদরুল ইসলাম, গ্রাসরুটস্ নেত্রী হিমাংশু মিত্র, অনিতা দাস গুপ্তা, শাহানা চৌধুরী নয়ন, হাসিনা আক্তার, শাকেরা সুলতানা জান্নাত, সালমা বেগম ও মেহেরুনন্নেছা প্রমুখ উপস্থিত ছিলেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ