তাহিরপুরে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯

তাহিরপুরে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

ডায়ালসিলেট ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই ইয়াবা কারবারীকে আটক করেছে থানা পুলিশ।,

আটককৃতরা হল, তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত আবু জাহেরের ছেলে সোহেল মিয়া ও নরসিংদী জেলার শিবপুর উপজেলার বৈলাব গ্রামের তমিজ উদ্দিনের ছেলে আবদুল হালিম।
মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।,
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, উপজেলার সীমান্বর্তী লাকমা হতে এসআই দীপংকর বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌসস টিম সোমবার রাতে সোহেল ও আবদুল হালিমকে আটক করেন।
এরপর জনসম্মুখে তাদের দেহ তল্লাশী করে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।

0Shares