অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব    — অতি:পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১

অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব    — অতি:পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ

ডায়ালসিলেট ডেস্ক ::

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ বলেছেন, কোভিড-১৯ পরিস্থিতিতে লকডাউন চলাকালে কর্মহীন হয়ে অনেক মানুষ সংকটে আছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি সম্মান জানিয়ে বিভিন্ন সংগঠনও করোনা মোকাবিলায় দুস্থদের মধ্যে বিভিন্ন সুরক্ষা সামগ্রী এবং খাদ্য সহায়তা দিচ্ছে।

তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারীতেও ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স সিলেট সমাজের অসহায় মানুষের সাহায্যে কাজ করে যাচ্ছে। পবিত্র রমজান মাসে মানুষের মাঝে ইফতার বিতরণও তাদের একটি মহৎ কাজ। সমাজের সবাইকে তিনি এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

শুক্রবার (২৩ এপ্রিল) নগরীর ক্বীনব্রীজস্থ চাঁদনী ঘাটে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স সিলেটের উদ্যোগে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ওয়েব অব হিউম্যানিটি এল্যায়েন্স সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মুহিবুর রহমান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলেক মিয়ার সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খসরুল হোসেন, ইকবাল হোসেন, জাহেদ আহমদ, মাহফুজুর রহমান, আহসানুর রহমান, ফরহাদ আম্বিয়া, খাইরুল চৌধুরী, খসরুল ইসলাম, মারজান আহমদ, নরুল আমিন জনি, কাজী ইয়াসিন, নয়ন দেব, সারওয়ার হোসেইন, রিহান আহমদ, সৌরভ দাস, দিবস বণিক, রুবেল আহমদ, নাঈম ইসলাম দূর্জয়, শায়েখ আহমদ প্রমুখ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ