হাজী আব্দুন নূর সহুরুজ্জামান  ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় শিশুদের ইফতার বিতরণ

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১

হাজী আব্দুন নূর সহুরুজ্জামান  ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় শিশুদের ইফতার বিতরণ

ডায়ালসিলেট ডেস্ক ::

হাজী আব্দুন নূর ( সহুরুজ্জামান) ফাউন্ডেশনের পক্ষ থেকে এতিমখানার শিশুদের জন্য এক ইফতারের অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (২৮ এপ্রিল) বিকালে মারকাযু শায়খীল ইসলাম আল-আমিন মাদরাসা ও এতিমখানার শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসাইন সজিব সহ ফাউন্ডেশন পক্ষে আব্দুস ছাবির টুটুল, জুবেদ, জাকারিয়া আহমেদ, জুসেফ আহমেদ, তারেক, বিপ্লব, কাওসার আহমদ, সায়েম ও আরাফাত।

ইফতারের পূর্বে দোয়ায় দেশবিদেশের সবার জন্য দোয়া করা হয়। উল্লেখ্য, যুক্তরাজ্য নিউক্যাসল প্রবাসী মীরবক্সটুলা এলাকার আব্দুল মান্নান মুন্না তার বাবার নামে এই ফাউন্ডেশনটি প্রতিষ্টা করেন। এটি বিভিন্ন সামাজিক কার্যক্রম ও অসহায় মানুষের সাহায্যে কাজ করে চলেছে।

0Shares