সিলেটে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, মে ২, ২০২১

সিলেটে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

ডায়ালসিলেট ডেস্ক ::

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বনফুল এন্ড কোং এর পার্টনার মো. শাহীন আহমেদের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (১লা মে) সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে দুস্থ্য ও শ্রমজীবী রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম নাদেল বলেন, এ মাস হলো পবিত্র একটি মাস। এ মাসে যত বেশি বেশি অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসবেন ততো বেশি মহান রাব্বুল আল আমিনের কাছ থেকে পুরস্কার পাওয়া যায়। মো. শাহীন আহমেদের উদ্যোগে এ ধরনের ইফতার বিতরণের আয়োজন খুবই প্রশংসনীয়। তিনি সমাজের অন্যান্য সামর্থবানদেরও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

মো. খালেদুর রহমানের সভাপতিত্বে ও তাজেল চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. রাশেদ নেওয়াজ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারি রেজিষ্টার অফিসার আবেদিন আবেদ, জি. ফোর. এস সিলেট অ্যাসিস্ট্যন্ট ম্যানেজার মো. জীবন, জিন্দাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ রুবেল, আম্বরখানার ব্যাবসায়ী ফরহাদ আহমদ, কামাল আহমদ সুমন, এডভোকেট মো. রাজ, এডভোকেট লিপন চন্দ্র, চৌহাট্টার বিশিষ্ট ব্যবসায়ী সুফিয়ান আহমদ, আম্বরখানার বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, মাওলানা শিব্বির আহমদ, মস্তু আহমদ, ব্যবসায়ী মো. রাসেল, জাবেদ, হানিফ, শফি, রাজন, মিলাদ, রিয়াদ, রাহেল, সাদিক, মামুন, নায়েক, গিয়াস উদ্দিন, রনি, আমিন, শুমেল, যুবক, রবিউল, সাইদ, মুন্না, সায়হাম প্রমুখ। বিজ্ঞপ্তি

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ