সভাপতি মকন মিয়ার শয্যাপাশে মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদ নেতৃবৃন্দরা

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, মে ২২, ২০২১

সভাপতি মকন মিয়ার শয্যাপাশে মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদ নেতৃবৃন্দরা

ডায়ালসিলেট ডেস্ক ::

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মোহাম্মদ মকন মিয়াকে দেখতে যান সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের নেতৃবৃন্দরা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন ও যুগ্ম সাধারণ সম্পাদক রিহাদুল হাসান রুহেল নেতৃত্বে আলহাজ্ব শেখ মোহাম্মদ মকন মিয়া চেয়ারম্যানের চিকিৎসার খোঁজ খবর নেন এবং মহান রাব্বুল আল আমিনের দরবারে তাঁকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, গত কিছুদিন পূর্বে অসুস্থতাবোধ অনুভব করলে তাকে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। বিজ্ঞপ্তি

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ