শ্রীলঙ্কায় আগুনে পুড়ে ডুবছে রাসায়নিকবাহী জাহাজ

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জুন ৩, ২০২১

শ্রীলঙ্কায় আগুনে পুড়ে ডুবছে রাসায়নিকবাহী জাহাজ

আর্ন্তজাতিক ডেস্ক::

বুধবার (২ জুন) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কা ও ভারতীয় নৌবাহিনী আগুন নেভাতে এবং জাহাজটির ডুবে যাওয়া ঠেকাতে যৌথভাবে কাজ করছিল। তবে অশান্ত সমুদ্র এবং বর্ষার বাতাস এই অভিযানকে ব্যাহত করেছে।

শ্রীলঙ্কার উপকূলে গত দুই সপ্তাহ ধরে আগুনে পুড়ছে রাসায়নিকবাহী জাহাজ এক্স-প্রেস পার্ল। জাহাজটি এখন ডুবে যাওয়ার মুখে রয়েছে। এতে করে জাহাজটিতে জ্বালানি হিসেবে থাকা কয়েকশ টন তেল সাগরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তেল ছড়িয়ে পড়লে বিধ্বংসী বিপর্যয়ের মুখে পড়বে আশেপাশের সামুদ্রিক পরিবেশ।

শ্রীলঙ্কা নেভির মুখপাত্র ক্যাপ্টেন ইন্দিকা সিলভা জানিয়েছেন, সামুদ্রিক দূষণ কমানোর জন্য জাহাজটি ডুবে যাওয়ার আগে এটিকে গভীর সমুদ্রে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু জাহাজের পেছনের অংশ ড্রিফট করেছে। পরিবেশবিদ অজন্তা পেরেরা জানিয়েছেন, নাইট্রিক এসিড, তেল এবং অন্যান্য বিপজ্জনক পদার্থসহ যদি জাহাজটি ডুবে তাহলে সমুদ্রতল ধ্বংস হয়ে যাবে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ