ট্রাম্পকে নিষিদ্ধ করল ফেসবুক কর্তৃপক্ষ

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুন ৫, ২০২১

ট্রাম্পকে নিষিদ্ধ করল ফেসবুক কর্তৃপক্ষ

আর্ন্তজাতিক ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বছরের জন্য ফেসবুকে নিষিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, তাদের নীতিমালা লঙ্ঘনের জন্য এটাই ট্রাম্পের সর্বোচ্চ শাস্তি। উস্কানিমূলক ঐ মন্তব্যের জেরেই সাময়িক ভাবে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছিল।

ফেসবুকের তরফে তাঁদের ওয়েবসাইটে একটি ব্লগ পোস্টে বলা হয়, ‘কোনো বড় হিংসা সংঘটিত হলে সেই সময় প্রভাবশালীদের আচরণ খতিয়ে দেখে ফেসবুক। নতুন নীতি অনুযায়ী বিচার করা হয় তাঁদের করা প্রতিটি মন্তব্য। তাই ট্রাম্পের ক্ষেত্রেও কিছু মন্তব্য ও পদক্ষেপ ফেসবুকের নীতি লঙ্ঘন করা হয়েছে। ঐ পদক্ষেপ শাস্তিযোগ্য। তাই ফেসবুক থেকে তাঁকে ব্যান করা হয়েছে।’

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ