গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সমরেশ মজুমদার

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২১

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সমরেশ মজুমদার

ডায়ালসিলেট ডেস্ক : গুরুতর অসুস্থ পশ্চিমবঙ্গের সাহিত্যিক সমরেশ মজুমদার। তাকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল বর্ষীয়ান এ সাহিত্যিকের। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।

হাসপাতাল সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সমরেশের শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে। তার জেরেই শ্বাসকষ্ট হচ্ছিল। হাসপাতালে ভর্তির পর তার বুকের এক্সরে, সিটি স্ক্যানসহ একাধিক রক্ত পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি তার করোনা পরীক্ষাও করা হয়েছে।

এবিপি আনন্দ জানিয়েছে, সমরেশ মজুমদারের চিকিৎসায় তিন চিকিৎসকের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এরই মধ্যে তার কোভিড রিপোর্ট পরিবার হাতে পেয়েছে। তার করোনা নেগেটিভ এসেছে।

ডায়ালসিলেট/এম/এ/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ