১৪নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদকের জন্মদিনে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২১

১৪নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদকের জন্মদিনে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ডায়ালসিলেট ডেস্ক :: সিলেট ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গণির জন্মদিন উপলক্ষে নগরীতে দুস্থ ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) রাত ৯টায় সিলেটের রেলষ্টেশনসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দরা।

এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট ১৪নং ছাত্রলীগ সিনিয়র সহ সভাপতি মিনহাজ ইসলাম সৌরভ, জেলা ছাত্রলীগ নেতা বিজয় দেব, ১৪নং ওয়ার্ড ছাত্রলীগ সহ-সভাপতি তুফাজ্জল হোসেন উজ্জল, সহ সভাপতি তুষার আহমদ, ২৬নং ওয়ার্ড যুবলীগ নেতা সানি আহমদ, মুন্না আহমদ, নাহিদ আহমদ, সুজন আহমদ, রাজু আহমদসহ প্রমখ।

খাদ্যসামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমানগণি বলেন, সিলেটের মাটি ও মানুষের নেতা মরহুম বদরউদ্দিন আহমদ কামরান চাচার ১৫ই জুন প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা গভীরভাবে সমবেদনা জানাই এবং উনার আত্নার মাহফিরাত কামনা করি। আমাদের নেতা মরহুম বদরউদ্দিন আহমদ কামরান চাচা আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন। যতদিন বেচে থাকবো কামরান চাচার আদর্শ নিয়ে আমরা বেচেঁ থাকবো।

বিজ্ঞপ্তি

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ