প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক: ভবন ধসের ঘটনায় নিখোঁজের সংখ্যা বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অঙ্গরাজ্যে। ১৫৯ জনের নিখোঁজের কথা এখন পর্যন্ত জানা গিয়েছে। আর মারা গেছে ৪ জন। স্থানীয় মেয়র জানান, নিখোঁজদের জীবিত পাওয়ার আশায় এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা।
সময়ের সাথে সাথে উদ্ধারের সম্ভাবনা ক্ষিণ হয়ে আসছে। খুব সাবধানতার সাথে উদ্ধারকাজ চালানো হচ্ছে জীবিতদের উদ্ধারের আশায়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রয়োজনীয় সহায়তা দিতে কেন্দ্রীয় জরুরি বিভাগকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির মায়ামির পার্শ্ববর্তী সার্ফসাইড এলাকায় এ ঘটনা ঘটে। যে ভবনটি ধসে গেছে সেটি আবাসিক ভবন; যারা নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে কমপক্ষে ১৮ জন লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক। “৪০ বছরের এই পুরনো ভবনটি কেন ধসে পড়েছে তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে”- বলছে বিবিসি।
১৯৮০ সালে ভবনটি নির্মাণ করা হয়েছিল। এতে ইউনিট ছিল ১৩০টি। ১০২ জন মানুষ ওই ভবনটি থাকতেন। এই ধসের কারণে অর্ধেক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটি ধসে পড়ার সময় ভেতরে কতজন ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। বেশ কিছু মানুষকে উদ্ধার করে এরই মধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে।’এই ভবনে অনেকেই স্থায়ীভাবে বসবাস করতেন। আবার কেউ কেউ শীতের সময় এসে সেখানে থাকতেন’ বলে মায়ামি-ডেড কাউন্টির ডেপুটি কমিশনার সেলি হেইম্যান জানান।
ডি.এস/সাবিহা
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech