প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক :: সৌদি আরবের এক যুবরাজের বিরুদ্ধে ফ্রান্সে অভিযোগ করেছেন তারই সাত নারী কর্মচারী। এ অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখছেন ফরাসি প্রসিকিউটরা।
সাত নারী কর্মচারীরা অভিযোগ জানান, যুবরাজ তার মালিকানাধীন প্যারিসের বাইরের একটি অ্যাপার্টমেন্টে ঐ সাত কর্মচারীকে আধুনিককালের দাসত্বের মধ্যে রেখেছিলেন। ওই সাত নারীর অধিকাংশই ফিলিপাইনের।
এদিকে, ফরাসি গণমাধ্যম লে প্যারিসিয়েনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওই নারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সৌদি যুবরাজের বিরুদ্ধে মানবপাচার সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত শুরু হয়েছে। মামলাটির সংশ্লিষ্ট একটি সূত্রের আরও বলা হয়, প্রসিকিউটররা অভিযোগের বিষয়ে নারীদের বক্তব্য শুনেছেন। তবে ওই সৌদি যুবরাজ ফ্রান্সে না থাকায় তার কোনো বক্তব্য নিতে পারেননি প্রসিকিউটররা। তবে যে যুবরাজের বিরুদ্ধে অভিযোগ তার নাম এখনো প্রকাশ করা হয়নি।
জানা গেছে, ওই নারীদের সৌদি আরবে নিয়োগ দেওয়া হয়েছিল। তারা সৌদি আরব ও ফ্রান্সে যুবরাজ এবং তার পরিবারের কর্মচারী হিসেবে কাজ করেছেন। যুবরাজের অ্যাপার্টমেন্টে ২০০৮, ২০১৩ ও ২০১৫ সালে ওই নারীদের অপব্যবহারের ঘটনা ঘটেছে। এদের মধ্যে কয়েকজন কর্মচারীকে ফ্লোরে ঘুমাতে হতো।
রাজপুত্রের চার সন্তানের জন্য পরিবেশন করার সময় শুধু খাবার জুটত তাদের।
ফ্রান্সের বেসরকারি সংস্থা এসওএস এসক্লেভসের প্রধান আনিক ফুগেরক্স বলেন, যখন প্রথম তাদের সঙ্গে দেখা হয়েছিল, তখন তারা সবাই অত্যন্ত ক্ষুধার্ত ছিল। তারা সেই সময় ক্ষুধার কারণে কাঁদছিল। এ বিষয়টি আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech