প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০
ডায়ালসিলেট ডেস্ক:অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ হবিগঞ্জ জেলায় কর্মরত চার পুলিশ কর্মকর্তা পাচ্ছেন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ও আইজিপি পদক (বিপিএম)।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, ডাকাত গ্রেফতার, অস্ত্র-মাদক দ্রব্য উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরনের কারণে ২০১৯ সালের জন্য এই চারজন মনোনীত হয়েছেন।
রবিবার ডিআইওয়ান কাজী কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ও আইজিপি পদকে (বিপিএম) ভূষিত হয়েছেন হবিগঞ্জে কর্মরত চার পুলিশ কর্মকর্তা। এরমধ্যে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন শুধুমাত্র হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। অন্যদিকে, আইজিপি পদক (বিপিএম) পাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম রাজু আহমেদ, তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রকিবুল হাসান এবং জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।
আগামী ৭ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইজিপি ড. জাবেদ পাটোয়ারি তাদের হাতে পদক তুলে দিবেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech