প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক :: জাতীয় মহিলা সংস্থা সিলেটের উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ আগষ্ট) দুপুরে নগরীর উপশহরস্থ এ ব্লকের কিছমত কমপ্লেক্সে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমেদ এর সভাপতিত্বে ও মহিলা সংস্থার সদস্য সালমা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সদস্য ও সংস্থার সদস্য রোটারিয়ান রোকসানা পারভীন, মহিলা সংস্থার সদস্য কামরুন্নাহার, মহানগর মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সিপা বেগম সুপা।
এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার সুজিত বিশ্বাস, মহিলা সংস্থার কো-অডিনেটোর আব্দুল লতিফ, প্রশিক্ষক সুফিয়া বেগম, প্রশিক্ষক কর্মকর্তা শাহ মোহাম্মদ আলী আকরাম, অফিস সহকারী এনাম আহমদ, রাজু আহমদ। আলোচনা সভায় প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান হেলেন আহমেদ বলেন, ১৫ আগস্ট জাতীয় শোকের দিন। বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন। পঁচাত্তরের এই দিনে আগস্ট আর শ্রাবন মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর পরিবার পরিজনের রক্ত আর আকাশের মর্ম ছেঁড়া অশ্রুর প্লাবনে। ঘাতকরা বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে একের পর এক বুলেটের আঘাতে ঘাতকরা ঝাঁঝরা করে দিয়েছিল।
তখন আকাশ থেকে বৃষ্টি ঝরছিল। বৃষ্টি ভেজা বাতাস কেঁদেছে সমগ্র বাংলায়। ঘাককদের উদ্যত অস্ত্রের সামনে ভীতসন্ত্রস্ত বাংলাদেশের মানুষ বিহ্বল হয়ে পড়েছিল শোকে আর অভাবিত ঘটনার আকস্মিকতায়।
তিনি বলেন, ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী। বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই তিনি চিরঞ্জীব। সমগ্র জাতিকে তিনি বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় প্রস্তুত করেছিলেন।
ঔপনিবেশিক শাসক-শোষক পাকবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে। বঙ্গবন্ধু কেবল একজন ব্যক্তি নন, এক মহান আদর্শেল নাম। যে আদর্শে উজ্জীবিত হয়েছিল গোটা দেশের মানুষ। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষ দর্শনে দেশের সংবিধানও প্রণয়ন করেছিলেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ পনেরো আগষ্ট নিহত তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা এবং মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের মানবজাতীর সুস্থতা ও মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফিজ নুর হোসেন। বিজ্ঞপ্তি
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech