জাতির পিতার ৪৬তম মৃত্যু বার্ষিকীতে সিলেট  মহিলা মহানগর আ’লীগের আলোচনা সভা ও দোয়া

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

জাতির পিতার ৪৬তম মৃত্যু বার্ষিকীতে সিলেট  মহিলা মহানগর আ’লীগের আলোচনা সভা ও দোয়া

ডায়ালসিলেট ডেস্ক :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ আগস্ট) বাদ আসর সাবেক সিটি মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা এবং জননেত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দার্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল করা হয়।

কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য ও সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহানারা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আছমা কামরানের পরিচালনায় আলোচনা সভায় ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি মারিয়ান চৌধুরী মাম্মী, খয়রুন্নেছা শেলী, জোহরা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা সুলতানা, সালমা বেগম, শ্যামলী দাস।

সাংগঠনিক সম্পাদক শিপা বেগম, পারুল মুজমদার, নার্গিস সুলতানা রুমি, মহানগর সদস্য রোকসানা পারভীন, ৭নংওয়ার্ড সভাপতি নাজমা বেগম, কৃষি ও সমবায় সম্পাদক শাহনাজ সুলতানা দিনার, সদস্য সালমা বেগম জবা, মীনাক্ষি দাস, ১২নং ওয়ার্ড সদস্য লাবণী, মহানগর সদস্য নুরুন্নেছা হেনা, ৭নংওয়ার্ড সদস্য হেপি বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি

0Shares