সংস্কারের পর শাবিতে স্টাফ কেন্টিন উদ্বোধন

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২১

সংস্কারের পর শাবিতে স্টাফ কেন্টিন উদ্বোধন

ডায়ালসিলেট ডেস্ক::সংস্কারের পর স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মরত কর্মচারীদের জন্য স্টাফ কেন্টিন উদ্বোধন করা হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের কর্মরত কর্মচারীদের শাবি কর্মচারী সমিতি কর্তক পরিচালিত হবে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ স্টাফ কেন্টিনের উদ্বোধন  করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় উপাচার্য বলেন, সকলের জন্য সমৃদ্ধ এবং টেকসই কর্মপরিবেশ সৃষ্টির জন্য আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় সকল স্টাফের জন্য ভালো মানের খাবার পরিবেশনের জন্য এই স্টাফ কেন্টিন আজ থেকে  নতুনভাবে পথচলা শুরু করল। আগামীতে এই কেন্টিনের অধিকতর উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করবে।

উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, প্রক্টর ড. মো. আলমগীর কবির, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি তাজিম উদ্দিন, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম , কর্মচারী সমিতির সভাপতি জনাব শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া প্রমুখ।

ডায়ালসিলেট এম/

0Shares