ঢাবির ভর্তিযুদ্ধে ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থী

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২১

ঢাবির ভর্তিযুদ্ধে ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থী

ডায়ালসিলেট ডেস্ক;:মহামারী করোনার থাবার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ অপেক্ষার পর প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভর্তিযুদ্ধ। আজ বেলা ১১টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এ ভর্তিযুদ্ধ শুরু হয়। ৬০ নম্বর বহুনির্বাচনী, ৪০ নম্বর লিখিতসহ মোট ১০০ নম্বরে দেড় ঘণ্টার এই পরীক্ষা শেষ হবে দুপুর সাড়ে ১২টায়। ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ২০২০ সালের এইচএসসি ও সমমানের ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী। মহামারী পরিস্থিতির কথা মাথায় রেখে শিক্ষার্থীদের কষ্ট কমাতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আটটি বিভাগীয় শহরের আট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্র করে এ পরীক্ষা নেয়া হবে।
চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিভাগের শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ে, সিলেট বিভাগের শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিভাগের শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিভাগের শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এবং ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন।

‘ক’ ইউনিটের ১ হাজার ৮১৫টি আসনের বিপরীতে এবার ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী। এই হিসাবে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়ছেন গড়ে ৬৫ জন।
নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে পরীক্ষার্থীদের, তাই সকাল থেকেই ভর্তিচ্ছুদের পদাচারণায় মুখর হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। শিক্ষার্থীদের সঙ্গে এসেছেন তাদের অভিভাবকরাও।পরীক্ষার্থীদের নিয়ে প্রবেশদ্বারে অপেক্ষা করছেন তারা।
উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলে মহামারীকালে সেই পরীক্ষা কয়েক দফা পেছানো হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পরীক্ষাও আর হয়নি। শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল গড় করে এইচএসসির মূল্যায়ন ফল প্রকাশ করা হয় এ বছর জানুয়ারিতে। পরীক্ষার্থীদের নিয়ে প্রবেশদ্বারে অপেক্ষা করছেন তারা।
উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলে মহামারীকালে সেই পরীক্ষা কয়েক দফা পেছানো হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পরীক্ষাও আর হয়নি। শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল গড় করে এইচএসসির মূল্যায়ন ফল প্রকাশ করা হয় এ বছর জানুয়ারিতে।

ডায়ালসিলেট এম/

0Shares