ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখে নিউজিল্যান্ড

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখে নিউজিল্যান্ড

ডায়ালসিলেট ডেস্ক ::  ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখে পড়েছেন নিউজিল্যান্ডের সাউথল্যান্ড দ্বীপের বাসিন্দারা ।

দীপের কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৬০ ঘণ্টায় ওই অঞ্চলে এক হাজার মিলিমিটার (৩৯ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। এতে নদ-নদীর পানি উপচে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এই ভয়াবহ বন্যা ও ভূমিধস পরিস্থিতি তৈরি হয়েছে।

ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানি এড়াতে দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।প্রত্যন্ত মিলফোর্ড সাউন্ড অঞ্চলে অনেক পর্যটকরা আটকা পড়েছেন। তাদের সেখান থেকে উদ্ধারে পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ।

এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে দ্বীপের গোরে এবং মাতাউরা অঞ্চলের নিচু এলাকায় বসবাসরত লোকদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া বন্যা কবলিত এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। স্থানীয় স্কুল ও গির্জাগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। বন্যার পানিতে সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে।

সাউথল্যান্ডের জরুরি ব্যবস্থাপনা (ইএমএস) বিভাগের মুখপাত্র জানান, পুরো অঞ্চলের ছয় হাজার বাসিন্দাকে আমরা দ্রুত বন্যা কবলিত এলাকা থেকে বের হতে ও বের হওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছি।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ