প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক :: বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য অভিনেতা মাহমুদ সাজ্জাদ আজ রোববার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩। তার মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ম হামিদ ।
অভিনেতা মাহমুদ সাজ্জাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরহুমের আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। শোক বার্তায় তিনি বলেন, স্বীয় অভিনয়ের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
গেল ১ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এসময় তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন । এরপর করোনা মুক্ত হলেও শারীরিক জটিলতা থেকে যায়। ফলে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন তিনি। এবিষয়ে মাহমুদ সাজ্জাদের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। নতুন কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন চিকিৎসকরা। শেষের দিকে কিছুই খেতে পারতেন না। শেষে তাকে নল দিয়ে খাওয়ানো হত। কিন্তু তার শেষ রক্ষা হলো না। চলে যেতে হলো পরপাড়ে।
মাহমুদ সাজ্জাদ প্রথম অভিনয় করেন জহির রায়হানের ‘সংসার’ সিনেমায়। সেখানে তিনি পরিচিতি পেয়ে খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, আজিজ আজহারের ‘চোখের জলে’ সিনেমাসহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। টেলিভিশন ও মঞ্চ নাটকে বেশ সরব ছিলেন মাহমুদ সাজ্জাদ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech