১৫ই নভেম্বর থেকে ভারতের টুরিস্ট ভিসা

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২১

১৫ই নভেম্বর থেকে ভারতের টুরিস্ট ভিসা

ডায়ালসিলেট ডেস্ক;:আগামী ১৫ই নভেম্বর থেকে ভারত ভ্রমণে টুরিস্ট ভিসা চালু হচ্ছে। ১২০ দিনের জন্য ভিসা প্রদান করা হলেও ভ্রমণকারী একটানা ৩০ দিন ভারতে অবস্থান করতে পারবেন। শুধু বিমান পথে এই ভ্রমণ করা যাবে। মঙ্গলবার সকালে ভারতে যাওয়ার পথে আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দরে সাংবাদিকদের এ তথ্য দেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী। তিনি বলেন, এখনো করোনা সংক্রমণের ভয় আছে সব জায়গায়। সেকারণে ধীরে ধীরে এটি করা হচ্ছে।
যথাশিগগিরই সড়ক ও রেলপথে ভ্রমণ চালুু করা হবে। সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে আখাউড়া স্থলবন্দরে পৌঁছান তিনি। এসময় তার স্ত্রী সঙ্গে ছিলেন।

সেখানে তাকে স্বাগত জানান আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান। ১০ মিনিট অবস্থান করার পর ভারতে প্রবেশ করেন তিনি।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ