প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক :: সিলেটের আলোচিত লেডি বাইকার রিয়া রায়কে হন্য হয়ে খুঁজছে পুলিশ। নেপথ্যে রয়েছে মাদক। মাদক উদ্ধারের ঘটনায় রিয়া ও্র তার বয়ফ্রেন্ড সামীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক মামলা করেছে পুলিশ। সোমবার (৮ নভেম্বর) পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়।
মাদক মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে রিয়া রায়ের বয়ফ্রেন্ড আরমান সামীকে। এদিকে তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে সামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, বিলাসী জীবন যাপনের পাশাপাশি সামী ও রিয়া তারা দুজনই মাদক ব্যবসার সাথে জড়িত। সামী তার গার্লফ্রেন্ড রিয়াকে বাঁচানোর জন্য পুলিশের সিগন্যালে না থেকে কিছুটা দূরে গিয়ে রিয়াকে নিরাপধ আশ্রয়ে ছেড়ে পুলিশের কাছে ধরা দেন। রিয়াকে নিরাপধ আশ্রয়ে ছেড়ে দিলেও তাদের ব্যবহৃত প্রাইভেট গাড়িতে মাদকের আলমত থেকে যায়। এরপর পুলিশ গাড়িটি তল্লাশি চালিয়ে ইয়াবা, মদ ও গাঁজা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আরমান সামী নগরীর মিরাপাড়ার ১৪৯/বি নং বাসার শামসুল ইসলামের ছেলে আর রিয়া রায় নগরীর কুমারপাড়ার মন্দিরগলির ঝর্ণারপাড় এলাকার ৬২/এ-এর বাসিন্দা রামু রায়ের মেয়ে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ষোলঘর এলাকায়।
মামলা দায়েরের পর থেকে লেডি বাইকার রিয়া লাপাত্তা রয়েছেন জানিয়ে সিলেট বিমানবন্দর থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, রোববার রাতে বয়ফ্রেন্ড আরমান সামীকে নিয়ে সিলেটের এয়ারপোর্ট-সংলগ্ন এলাকায় যান রিয়া। নীল রঙের একটি গাড়ি (ঢাকা মেট্রো খ ১৪-০৫১২) নিয়ে এদিক-সেদিক ঘুরছিলেন তারা। টহল পুলিশের সন্দেহ হলে গাড়িটি থামানোর সংকেত দেওয়া হয়। একটু দূরে গিয়ে থামে গাড়িটি। তখন গাড়ি থেকে এক তরুণী দ্রুত নেমে যান।
তিনি আরও বলেন, তাৎক্ষণিক গাড়িটি চালানো অবস্থায় থাকায় আরমান সামীকে ধরতে সক্ষম হয় পুলিশ। এরপর আরমান সামীই জানায়, পালিয়ে যাওয়া তরুণী রিয়া রায়। এ সময় পুলিশ গাড়ি তল্লাশি করে মাম পানির বোতলে রাখা বিশেষ মদ ৫০০ মিলিগ্রাম, ইয়াবা ট্যাবলেট ১০ পিস ও দুই পুড়িয়া গাজা উদ্ধার করে।
ওসি জানান, সোমবার সকালে গ্রেপ্তার হওয়া আরমান সামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে মাদক উদ্ধারের ঘটনায় এয়ারপোর্ট থানার এসআই গৌতম চন্দ্র দাশ বাদী হয়ে রিয়া ও আরমান সামীকে আসামি করে মামলা দায়ের করেন। আসামি রিয়া ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech